[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলার ঘটনায় যা বললেন সারজিস

এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই: সারজিস

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৫, ১৫:২১

ছবি: সংগ্রহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে।
 
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগ কর্মীদের একটি দল তাদের উদ্দেশে স্লোগান দিতে থাকে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা’, ‘রাজাকার’ বলে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে থাকেন। এছাড়া অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
জানা যায়, আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারীর নাম মিজান চৌধুরী, একজন আওয়ামী লীগের কর্মী। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। ঘটনার ৫ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
 
এদিকে আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
 
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, এই পা চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা হাজারের অধিক খুনের নির্দেশদাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো ঘৃণিত কাজ ও অন্যায় নেই, যা তারা করেনি।
 
তিনি আরও লেখেন, এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে এরা বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা পরিবার-পরিজনের জন্যও অভিশাপ। এই নরপশুদের আর ছাড় দেয়ার সুযোগ নেই।
 
আশ্রয়দাতাদের সতর্ক করে সারজিস আলম বলেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময়ে এই শয়তানদের আশ্রয় দিয়েছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরকেই ছোবল মারবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর