[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

রাকসু নির্বাচন ১৬ অক্টোবর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ সেপ্টেম্বার ২০২৫, ২০:০৪

ছবি: সংগ্রহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়। 
 
আরও পড়ুন: কুয়েটে সংঘর্ষের ৭ মাস পর ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক
অনুকূলে না থাকার কারণ হিসেবে সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত "কমপ্লিট শাটডাউন” কর্মসূচী চলছে। এছাড়া নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর