[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল না: নাহিদ ইসলাম

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ সেপ্টেম্বার ২০২৫, ১৬:০৭

ছবি: সংগ্রহীত
আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির কোনো ইন্ধন ছিল না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
 
রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনের জেরা চলাকালে তিনি এ কথা বলেন।
 
জুলাইয়ের গণঅভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। নাহিদ ইসলাম এই মামলার ৪৭তম সাক্ষী।
 
জেরার জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা সত্য নয় যে ৩ আগস্টের এক দফা সরকার পতনের কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার ফল। এটাও সত্য নয় যে দেশি-বিদেশি শক্তির ইন্ধনে আমরা ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলাম।
 
প্রসিকিউশনের আপত্তির মুখে ট্রাইব্যুনাল জানায়, সরকার পরিবর্তনের প্রসঙ্গ মামলার প্রাসঙ্গিকতার মধ্যে পড়ে।
 
এর আগে জবানবন্দিতে নাহিদ ইসলাম জানিয়েছিলেন, সরকার পতনের আগেই তারা নতুন সরকার গঠনের জন্য ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছিলেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর