[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

পিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ: সালাহউদ্দিন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৫, ১৭:৪৪

ছবি: সংগ্রহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচনার টেবিল এবং আন্দোলন- দুইটা যদি একই ইস্যুতে হয়, তাহলে এটা স্ববিরোধিতা। কেউ বলছেন, ‘পিআর চাই’; ঠিক আছে, পিআর যদি চাইতেই হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, হাজার দুই-তিনেক লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল?
 
আজ শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এ কথা তিনি। এ সংলাপ আয়োজন করে অর্পণ আলোক ফাউন্ডেশন।
 
সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানোই যথেষ্ট নয়, বরং ছাত্রদের মধ্যেও সেই তাগিদটা থাকতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কীভাবে সংবিধানে বাস্তবায়ন হবে এটা নিয়ে বিচারবিভাগের মতামত নেই।
 
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আপনারা নির্বাচনি ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি।
 
‘সংকট সৃষ্টি’ না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাব, আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারব এবং গণতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণ করতে পারব।
 
সালাহউদ্দিন আহমদ বলেন, তাহলেই আমরা সফলকাম হব- একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্ক সম্পন্ন এটি গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের এবং আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর