[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

সবার পরামর্শে সরকার গঠন হলেও ব্যর্থতার দায় এনসিপির : হাসনাত আব্দুল্লাহ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৫, ১৫:৪৪

ছবি: সংগ্রহীত
অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘সবার পরামর্শে সরকার গঠন করলেও তাদের ব্যর্থতা এনসিপিকেই নিতে হচ্ছে।’
 
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের আইইডিবি ভবনে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 
 
হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদিদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে এনসিপি।
 
তিনি অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে পূর্ণ-সহযোগীতা পাওয়া যায়নি, অনেকটা একাই লড়তে হয়েছে।’
হাসনাত বলেন, ‘মিডিয়াকে গঠনমূলক হতে হবে, অন্যথায় অদৃশ্য ছায়ার করাল গ্রাসে পড়বে দেশ।’
 
রাজনীতি যখন ব্যবসায়ীদের হাতে গিয়েছে, তখনই বিরোধী রাজনীতিবিদদের হত্যার বৈধতা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে পেরেছে এনসিপি, এটি দেশের জন্য বড় অর্জন।
 
ডেস্ক/ই.ই
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর