[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

চাপের মুখে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে: জামায়াত সেক্রেটারি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৫, ১৯:১১

ছবি: সংগ্রহীত
 
 
বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 
 
জুলাই সনদ বাস্তবায়ন এবং সে অনুযায়ী নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ‘চাপের মুখে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। তারা লেভেল প্লেয়িং ফিল্ড মেন্টেইন করতে পারছে না।’ 
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি। 
 
পাঁচ দফা দাবিতে বিকাল বিকেল ৫টার দিকে এই সমাবেশ শুরু হয়। দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
 
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দাবি করেছি, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এখন একটি দল প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছে, এই সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার কী প্রয়োজন, পরের সরকার আসবে, সেই সরকার সংস্কার করবে। যত আইন সংস্কার করেন, আমরা ক্ষমতায় গেলে তা মুছে দেব। তারা এখনই যদি এসব বলতে পারে, তবে তাদের ইচ্ছার মধ্যে দুরভিসন্ধি আছে।’
 
তিনি বলেন, ‘তারা আমাদেরকে বলছে, আলোচনার টেবিল ছেড়ে আবার মাঠে কর্মসূচি কেন। আমরা বলি, এই সরকার চাপের মুখে শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তাবায়ন না হলে দেশ একটি মহাদুর্যোগের দিকে যেতে পারে।’
 
গোলাপ পরওয়ার আরও বলেন, ‘বাংলার মানুষ আর ফ্যাসিবাদ মেনে নেবে না। জুলাই সনদের আইনি ভিত্তি দিন। সাংবিধানিক অর্ডার জারি করুন। ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি অকার্যকর করুন।’
 
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে জামায়াতের নেতাকর্মীরা বায়তুল মোকাররমে জড়ো হতে শুরু করেন।
 
কেন্দ্র ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিভাগীয় শহরের কর্মসূচিতে যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিভাগসহ তাদের নাম প্রকাশ করেছে সংগঠনটি। 
 
তারা হলেন- বরিশাল মহানগর: নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগর: সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, রাজশাহী মহানগরী: সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, মোমেনশাহী মহানগরী: সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের ও খুলনা মহানগরী: কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর