ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ইইউ চায় দ্রুতই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে।
নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর কেউ চাইলেই হবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন হলে জনগণই তা নির্ধারণ করবে।
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইইউ’র সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশে বাণিজ্য খাতে সহযোগিতা করার বিষয়ে অনুরোধ করা হয়েছে।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: