আনুপাতিক পদ্ধতির (পিআর) দাবিতে আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বনানীতে হোটেল সেরিনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে।
তিনি বলেন, পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে।
তিনি আরও বলেন, অগণতান্ত্রিকভাবে মাঠ দখল এবং জনগণের শান্তিপূর্ণ দেশ চাওয়ার আকাঙ্ক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যৎ সে বুঝে নেবে।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: