বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বৈঠকে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচনী পদ্ধতি, সংস্কারসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। তারা বর্তমান রাজনৈতিক সংকট সম্পর্কে জানতে চাইলে জামায়াতের পক্ষ থেকে ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো বাস্তবায়নে মতপার্থক্যের কথা জানান।
তিনি আরও জানান, জামায়াতের পক্ষ থেকে তাদের জানানো হয় দেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারা পিআরের পক্ষে যুক্তি তুলে ধরেছেন।
এক প্রশ্নের জবাবে ডা. তাহের জানান, দাবি বাস্তবায়নে তারা আলোচনা এবং আন্দোলন একসঙ্গে চালাতে চান।
গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর আচরণে পরিবর্তন আসেনি বলে জানান এই জামায়াত নেতা। বলেন, ডাকসু এবং জাকসুতে পরাজয়ের পরও ফল প্রত্যাখ্যানের সংস্কৃতি থেকে বের হতে পারেনি বিএনপি।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: