[email protected] ঢাকা | রবিবার, ৯ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২
thecitybank.com

অন্তত এক বারের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বার ২০২৫, ১৯:৩৯

ছবি: সংগ্রহীত
অন্তত এক বারের জন্য হলেও পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 
 
জামায়াতের এই নেতা সাংবাদিকদের জানান, আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে। 
 
আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। এর মধ্যে কিছু দল শুধু উচ্চকক্ষে, জামায়াতসহ কিছু দল উভয় কক্ষে পিআর চায়।
 
নায়েবে আমির বলেন, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা পরিবর্তন জরুরি। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর