[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২
thecitybank.com

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন

কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি: জাবেদ রাসিন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৫, ১৯:৫৬

ছবি: সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। সোমবার (১৫ সেপ্টেম্বর) গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারে বক্তব্যকালে এই তথ্য জানান তিনি।
 
এনসিপির এই নেতা বলেন, কোনো জোটে যাচ্ছে না এনসিপি। বাংলাদেশপন্থি রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে এনসিপি অগ্রণী ভূমিকা পালন করবে।
 
এ সময় সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বে দেশে সামরিক শাসন আসার শঙ্কা রয়েছে উল্লেখ করে অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ণের দাবিও জানান তিনি। 
 
সেমিনারে জাতীয় যুবশক্তির আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলামসহ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর নতুন সংবিধান না হলে তা শহিদের রক্তের সঙ্গে বেইমানি বলে মনে করেন যুবশক্তির নেতারা। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর