[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২
thecitybank.com

জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে: খসরু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৫, ১৯:১২

ছবি: সংগ্রহীত
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে আলোচনা সভায় বক্তৃতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নাগরিকদের মধ্যে বিভেদের কোনো সুযোগ নেই। বিভেদ থাকলে সেটি সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন হবে।’
 
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামীর বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য কাজ করবে বিএনপি।
 
এ জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যার যেখানে বিনিয়োগ প্রয়োজন, সরকারকে তা করতে হবে।
 
আমীর খসরু বলেন, ‘রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে। জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।’
 
তিনি আরও বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না।
 
ডেস্ক/ই.ই
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর