প্রকাশিত:
১৩ সেপ্টেম্বার ২০২৫, ১১:১৪
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যান সাংবাদিক তরিকুল শিবলী। নির্বাচনের পর তার পরিবারের সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত ডাকসু নেতা ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা। এ সময় মৃত সাংবাদিকের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার দুই সন্তানের খরচ বাবদ নগদ দুই লাখ টাকা তাদের হাতে তুলে দেন তারা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর নবনির্বাচিত জিএস ও ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।
ফরহাদ পোস্টে লিখেছেন, ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।’
তিনি আরও উল্লেখ করেন, ‘চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।’ অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!
ফরহাদ জানান, পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধ্যমতো পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়াও ডাকসুর নবনির্বাচিত ভিপি প্রার্থী সাদিক কায়েম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ডাকসু নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার পেছনে সাংবাদিক সমাজের ভূমিকা ছিল অনন্য। প্রতিটি মুহূর্তের খবর, স্বচ্ছতা ও সঠিক তথ্য পৌঁছে দিতে আপনারা নিরলস পরিশ্রম করেছেন। ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে আপনাদের ক্যামেরা, কলম আর কণ্ঠ আমাদের গণতান্ত্রিক চর্চাকে শক্ত ভিত্তি দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের এই শ্রম, দায়বদ্ধতা ও পেশাদারিত্বকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছি এবং সব সাংবাদিক ভাই-বোনদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: