[email protected] ঢাকা | রবিবার, ৯ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২
thecitybank.com

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৫, ১৯:৪৬

ছবি: সংগ্রহীত
শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনুক- মহান রবের দরবারে এটিই কামনা বলে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কামনা করেন।
 
জামায়াত আমির ফেসবুকে লেখেন, ‘মহান আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা। সত্যের ওপর অটল থাকা এবং প্রিয় জনগণের ভালোবাসা ও সমর্থনের ওপর আস্থাই আমাদের শক্তি। শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনুক- মহান রবের দরবারে এটিই কামনা।’
 
জাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালেই নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিন ভোটগ্রহণ নিয়ে নানা অভিযোগ উত্থাপন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলও।
 
এর আগে গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ অধিকাংশ পদে বিপুল ভোটে বিজয়ী হয় ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।
 
ডেস্ক/ই.ই
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর