[email protected] ঢাকা | রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২
thecitybank.com

ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই: দুদু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ সেপ্টেম্বার ২০২৫, ১৫:১৭

ছবি: সংগ্রহীত

তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জাতীয় পার্টি ও গণঅধিকার মধ্যে সংঘর্ষ এবং নূরের ওপর হমলা চালানো হয়েছে মন্তব্য করে দুদু বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়া ঠিক হবে না, তাহলে সামনে বিপদ আছে।

‘বিএনপিকে বাধা দিতে এবং তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন সেজন্য গভীরভাবে যড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্র করে লাভ হবে না, নির্বাচন হবেই হবে,’ যোগ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

শেখ পরিবারের সমালোচনা করে দুদু বলেন, লুটপাট শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছিল; তার দুই মেয়ের সময় তার চেয়ে অনেক বেশি হয়েছে।

আগামীতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে; তাছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে যাবে।

প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে তিনি বলেন, আমার বিশ্বাস ড. ইউনূস বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনবেন।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর