[email protected] ঢাকা | মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

বিএনপি নেতা হারুনুর রশিদ/

নির্বাচনকে ভুন্ডল, বিলম্বিত ও নসাৎ করার চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৫, ২৩:৩৫

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকি অনু্ষ্ঠানে নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

নির্বাচনকে ভুন্ডল, বিলম্বিত ও নসাৎ করার জন্য চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ০৫ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি উপলেক্ষে আয়োজিত র্যা লীর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষের জন্য নতুন স্বপ্ন দেখা আমরা শুরু করেছি। বাংলাদেশে যতদূত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই প্রচেষ্টায় আমরা লিপ্ত রয়েছি। কিন্ত আমাদের দূর্ভাগ্য যারা ১৯৭১ সালেও এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেও সেদিন একটি গোষ্ঠি ও একটা দল দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখনো তারা বির্তকিত। বাংলাদেশের মানুষ চাই একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যাদেরকে প্রছন্দ করবে তারই দেশ পরিচালনা করবে এবং তাদের মাধ্যমেই জাতীয় সংসদ গঠিত হবে। কিন্ত আমরা লক্ষ্য করছি নির্বাচনকে ভুন্ডল, বিলম্বিত ও নসাৎ করার জন্য চক্রান্ত চলছে। আজকেও সেই গোষ্ঠি বলছে পিআর পদ্ধতি ছাড়া নাকি নির্বাচন হবে না। পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ অবহিত নয় তারা পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না।

জামায়াত সম্পর্কে তিনি আরোও বলেন, এই দলটি সব সময় মানুষের আকাঙ্খা বিরুদ্ধে দাঁড়িয়েছে। ৮৬ সালে যখন সকল রাজনৈতিক দল দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছিল সেই সময় জামায়াত ইসলাম মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। অযথ সকল আন্দোলন সংগ্রামকে পদদলিত করে তারা ৮৬ সালের সাজানো নির্বাচনে গিয়েছিল। ঠিক ৯১ এর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো। আবার তিন বছর পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত ইসলাম মিলে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য রাস্তায় আন্দোলন শুরু করলো। সেসময় আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ১৭২ দিন হরতাল পালন করেছেল জামায়াতে ইসলাম।

এনসিপির সমালোচনা করে তিনি আরোও বলেন, যার কোন প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে এনসিপি নামক দলটি। যারা এই সরকারের ছত্রছায়ায় গঠিত হয়েছে। তারা বলেছে, গনপরিষদ গঠন করতে হবে। যার কোন প্রয়োজন নেই। এর মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তাকে ধংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে। তাই আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকে শপথ করছি দেশের স্বার্থে নির্বাচন হতে হবে নির্ধারিত সময়ে। এর কোন বিকল্প নাই। শেখ হাসিনা ও তার দোসরা এখনো ভারতে বসে চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা আবার দেশে ফিরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে এর দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে। জামায়াত ইসলাম আর এনসিপিসহ যারা আজকে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার চক্রান্তে লিপ্ত রয়েছেন এর দায় কিন্ত আপনাদের নিতে হবে।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।

এম.এ.এ/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর