[email protected] ঢাকা | রবিবার, ৯ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২
thecitybank.com

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৫, ১৬:১৬

ছবি: সংগ্রহীত

আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা এ বিষয়ে মামলা করব বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীতে দুপুরে ঢাকা মেডিকেলে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, লাল শার্ট পরিহিত এক ব্যক্তির হামলার ঘটনাকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুরুতে দাবি করা হয়, হামলার শিকার ছিলেন না নুর, বরং অন্য কেউ। এটিকে ‘মিথ্যাচার’ বলেও আখ্যায়িত করেন তিনি।

তিনি আরও বলেন, গতকাল সেনাবাহিনীর সদস্যরা বুট দিয়ে পিষে নুরকে আহত করেছে। এর দায় কোনোভাবেই সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। লজ্জা থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, অফিসে ঢুকে তারা আমাদের নেতাকর্মীদের যেভাবে মারধর করেছে তা কখনই কাম্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, সেনাবাহিনীকে পুলিশ বা প্রশাসন কেউ ডাকেনি, তবুও তারা পরিকল্পিতভাবে এসে নুরের ওপর হামলা চালায়। অফিসে ঢুকে নেতাকর্মীদের ওপরও ব্যাপক মারধর চালানো হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় রাশেদ খান ঘোষণা দেন, আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা এ বিষয়ে মামলা করবো।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর