[email protected] ঢাকা | রবিবার, ৯ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২
thecitybank.com

সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে: আবদুল্লাহ তাহের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৯:২২

ছবি: সংগ্রহীত

সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বলেছিলেন, তারা সংস্কার করবেন। দেশের মানুষও সংস্কার চায়। কিন্তু এই সংস্কার প্রক্রিয়ায় একটি দল নোট অফ ডিসেন্ট। তার মানে কি আপনারা সংস্কার চান না? এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিয়েছি, একইভাবে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এই বিষয়টি ক্লিয়ার করতে হবে। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার কথা বলেছি। আমরা কখনো আওয়ামী জাহেলিয়াতে ফিরে যেতে চাই না। যারা এই ফেয়ার পিআর সিস্টেমের বিরোধিতা করছে, তারা সেই কেন্দ্র দখল, ভোট জালিয়াতির পরিকল্পনা করছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, যারা পিআর চাচ্ছেন, আসেন, আলোচনা হোক। দেশের জন্য যেটা কল্যাণকর হবে, সেটাই গ্রহণ করা হবে। কিন্তু মতের সংঘর্ষ ভালো কিছু বয়ে আনে না। আমরা নির্বাচন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন।

তিনি বলেন, নির্বাচনের মাস নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু সংস্কার শেষ না করেই নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমরা আপনার ঘোষিত তারিখেই নির্বাচন চাই। কিন্তু তার আগে নির্বাচনের যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেসবের সমাধান করুন।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর