[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

সংস্কার, বিচার ও জুলাই সনদে গুরুত্ব না দিয়ে নির্বাচনের ঘোষণাকে ‘ষড়যন্ত্র’ বললেন নাসির উদ্দিন পাটোয়ারী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ২০:৫০

ছবি: সংগ্রহীত
সংস্কার, বিচার ও জুলাই সনদে গুরুত্ব না দিয়ে সরকার বাংলাদেশকে নতুন গভীর ষড়যন্ত্রের খাতে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। শনিবার (৯ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।
 
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সরকার সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচনের পথে হাঁটছে। গণঅভ্যুত্থান জনগণ করেছে দেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য। তারা (ফ্যাসিস্ট সরকার) মানুষকে খুন করেছে। তাদের বিচার, দেশের একটি আমূল সংস্কারের মধ্যদিয়ে মানুষ যাতে শান্তি পেতে পারে, একটি সুখী-সমৃদ্ধ দেশ হয়, সেটার জন্য মানুষ জীবন দিয়েছিল।
 
বাংলাদেশের মানুষ নির্বাচন চেয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু নির্বাচনের মধ্যদিয়ে যদি মৌলিক কাঠামোতে পরিবর্তন না আসে, তাহলে শহিদদের সঙ্গে আমাদের বেঈমানি করা হবে এবং দেশের ১৮ কোটি জনগণের সঙ্গে বেঈমানি করা হবে। যেহেতু সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, বিচার-সংস্কার, যে জুলাই সনদ রয়েছে সেটির তারিখ এবং সেটি স্পেসিফিক (সুনির্দিষ্টভাবে) কীভাবে প্রায়োগিক বাস্তবায়ন করা যায় সেগুলোর বক্তব্য না দিয়ে নির্বাচনের ডেট ঘোষণা করা, এটায় শুধু বাংলাদেশকে নতুন গভীর ষড়যন্ত্রের খাতে নিয়ে যাচ্ছে সরকার।
 
এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সরকারের অবশ্যই জুলাই সনদের ডেট ঘোষণার পরেই নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত। সরকার নির্বাচনের ডেট ঘোষণা করে জনগণের যে দাবি- সংস্কার এবং নির্বাচন দু’টিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এজন্য আমরা সরকারকে আহ্বান জানাবো- সংস্কার, বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবেন না। সংস্কার, বিচার, নির্বাচন- এই তিনটি বিষয়ে একইসঙ্গে সরকারের ডেট বা প্রস্তাবনা জাতির সামনে উন্মোচন করা উচিত। আমরা সরকারকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার পাশাপাশি দেশের জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
 
ডেস্ক/ই.ই
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর