[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

শুধু গণঅভ্যুত্থান নয়, ১৭ বছরের আন্দোলনে ত্যাগীদের স্বীকৃতি দেবে বিএনপি: তারেক রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৯:৫৪

ছবি: সংগ্রহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, গত ১৭ বছরের আন্দোলনে ত্যাগীদের স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত যুবদলের সমাবেশে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এমনটা জানান তিনি।
 
তারেক রহমান বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন। শুধু প্রতিশ্রুতি নয়, এই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জনগণ।
 
দেশে-বিদেশে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই বিএনপির প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে সারাদেশে হেলথ কেয়ার ব্যবস্থা চালু করবে বিএনপি। এছাড়া পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ রোপণ করা হবে।
 
এ সময় প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব পাওয়া যায়, তবে জনগণের আস্থা অর্জন করতে পারলে তবেই নেতা হওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর