প্রকাশিত:
১৮ জুলাই ২০২৫, ২৩:১০
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া এবং মৌন মিছিল কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিমোড় থেকে মৌন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাতেন খাঁর মোড়ে পথসভা করেন তারা।
এ সময় বক্তারা বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয় এবং অনেক আন্দোলনকারী নিহত ও আহত হন। এই ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এনেছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মবিসর্জন এবং আহতদের যন্ত্রণা যারা উপলব্ধি করতে পারবে না, তারা কখনোই বুঝতে পারবে না তাদের ত্যাগের মহিমা। যারা আন্দোলন করেছে, গুলিবিদ্ধ হয়েছে, জীবন বাজি রেখে মৃত্যুর ঝুঁকিতে ছিল, তারাই কেবল বুঝতে পারবে যন্ত্রণার ধকল।
বক্তারা আরোও বলেন, জুলাইয়ের অংশীদার কারও একার নয়। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম চাইনিজ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু,
জেলা বিএনপির সদস্য গনি হামিদ, হায়াত উদ দৌলা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহুরুল হক বুলু, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফা.আ.চৌ/আ.আ
মন্তব্য করুন: