প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ২০:৪৯
আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে নানাবিধ প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জাতীয় সমাবেশ সফল করে তোলার লক্ষ্যে একটা মূল বাস্তবায়ন কমিটি এবং এর অধীনে আরো ৮টি উপকমিটি গঠন করা হয়েছে। সারাদেশে লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, শপিং মলসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ মাইকের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। সারাদেশে পাড়া-মহল্লায় মিটিং ও মিছিল চলছে। ভ্রাম্যমাণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমে গানের সুর ও নাটকের মাধ্যমে সমাবেশের বার্তা দেশবাসীর কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবে। স্বেচ্ছাসেবকদের জন্য আলাদা ড্রেস থাকবে। ঢাকা শহরের বাইরে থেকে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলা থেকে যারা আসবেন তাদের গাড়ি পার্কিংয়ের জন্য কমপক্ষে ১৫টি পার্কিংয়ের ব্যবস্থা রেখেছি। সোহরাওয়ার্দী উদ্যানের চতুর্দিকে ভেতরে এবং বাইরে মিলিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য ১৫টি মেডিকেল বুথ থাকবে। একাধিক বেড সম্বলিত প্রতিটি বুথে দুজন করে ডাক্তার থাকবেন। জরুরি ওষুধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছি।
গোলাম পরওয়ার বলেন, জাতীয় সমাবেশের কার্যক্রমে আইটি টিম এবং লাইভ প্রচারের জন্য ড্রোন টু ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং সমাবেশস্থলে বক্তব্য এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক, ইউটিউবসহ সব সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে।
জনসভার শৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজধানীর বাইরে থেকে আগত সাধারণের জন্য সড়ক, নৌ ও রেলপথে নিরাপদে যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা চেয়েছি। নেতৃবৃন্দ তাদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিতভাবে প্রয়োজনীয় চাহিদা জানিয়েছেন এবং তাদের সহযোগিতা চেয়েছেন। ইতোমধ্যে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে জাতীয় সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি তিনি আহবান জানান।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: