প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৯:৪৯
প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের এই কর্মসূচির আয়োজন করে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।
বৃষ্টি উপেক্ষা করে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ সাটুহল মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন, যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম জোসি, ফরিদ আহম্মেদ ফিরোজ, মেহেদী আল হাসান ইমন, সাদমান সাকিব লিপু, হাবিবুর রহমান নয়ন, সোহেল রানা, মিজানুর রহমান মিজান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এই সরকারের ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী। ৭১-এর পরাজিত শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: