[email protected] ঢাকা | বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৭ই আষাঢ় ১৪৩২
thecitybank.com

জুলাই সনদ নিয়ে টালবাহানা হলে আবার রাজপথে নামবো: নাহিদ

চাপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৭:১২

ছবি: সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা এ বিষয়ে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই। যদি আপনারা মনে করে থাকেন, সরকার বা অন্য কেউ মনে করে থাকেন, যে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন।

এরপর বিচার বিভাগ সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ নেন নেতাকর্মীরা।

নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল ছাত্র জনতা, আবু সাঈদসহ সকল শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, আমাদের যে দাবি ছিল সংস্কার এবং নতুন সংবিধান, সেই তিনটি দাবি আবু সাঈদের কবরের পাশ থেকে পুনর্ব্যক্ত করছি।

নতুন বাংলাদেশ গড়তে অবশ্যই বিচার বিভাগ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানে যেতে হবে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, এ ব্যাপারে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই।

যদি আপনারা মনে করেন, সরকার বা অন্য কেউ মনে করে থাকেন যে হাজারো লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিল, তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আবু সাইদের কবরের পাশ থেকে ঘোষণা করছি আমরা বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা ছাত্র, তরুণ, জনতাকে আবারো রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমরা ৩ আগস্ট আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্র শ্রমিককে সাথে নিয়ে ঢাকায় ঢুকবো। আমাদের যে ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।

নাহিদ ইসলাম আরও বলেন, আজ পহেলা জুলাই। জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি শুরু হচ্ছে আজ। ঠিক এক বছর আগে ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা গণতান্ত্রিক সংগ্রাম শুরু করেছিলাম। ওই আন্দোলনে আবু সাঈদসহ শরিক হয়েছিল হাজারো লক্ষ তরুণ ছাত্র-জনতা।

১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে, পুরো বাংলাদেশ তখন শোকে কেঁপে উঠেছিল। ১৬ জুলাইর পর আন্দোলন অন্যদিকে মোড় নেয়। লাখো ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারকে রুখে দাঁড়ায়।

তিনি বলেন, আমরা ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলবো, তাদের কথা শুনবো। আবু সাঈদ যে কারণে মারা গেছেন, তাদের কাছে সেই স্বপ্ন আকাঙ্ক্ষা তুলে ধরবো। তাই আমরা আজকে আমাদের পথযাত্রা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ থেকে। পীরগঞ্জের পবিত্র মাটিতে আবু সাঈদ শায়িত রয়েছেন। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ সকল শহীদ এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের মধ্যে হতাশা রয়েছে। কারণ আমরা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে আন্দোলন করেছিলাম সেটি এখনো পাইনি। আমাদের আন্দোলনটি ছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আপনারা সকলে জানেন হাজারো মানুষের জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেটি গড়তে অবশ্যই পুরাতন কাঠামো ভেঙে নতুন বন্দোবস্ত করতে হবে।

ডেস্ক/ই.ই 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর