[email protected] ঢাকা | মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৭ই আষাঢ় ১৪৩২
thecitybank.com

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১০ মে ২০২৫, ২৩:১৮

প্রতিকী ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হবে।

শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে তাদের মতামত নেয়া হয়েছে। বৈঠক সূত্র আমার দেশকে এ বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ- ১৯৭৮ এবং সন্ত্রাস বিরোধী আইন- ২০০৯, এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর