প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫, ১৮:৫৩
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় এক বিএনপি কর্মীকে মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিয়ে কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তি বজরাটেক গ্রামের মৃত খোসু শেখের ছেলে মোঃ রেজ্জাক। তিনি ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি জর্জ গ্রুপের কর্মী বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১৭ মার্চ) কলেজ মোড় এলাকায় ওএমএসের চাল বিতরণ কার্যক্রম শুরু হলে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইসলাম গ্রুপের অনুসারি হিসেবে পরিচিত উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য লাল দেওয়ানের নেতৃত্বে মাসুদ, আলম, সবু, মইনুল, সাইদুল মিলে ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি জর্জ এর অনুসারি হিসেবে পরিচিত রেজ্জাক নামে এক বিএনপি কর্মীকে মারধর করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় মো: রেজ্জাক বাদী হয়ে ভোলাহাট থানায় একটি এজাহার দায়ের করেছে বলেও জানা যায়।
প্রত্যাক্ষদর্শী মো. সুজন বলেন, আমারা এখানে ওএমএসের চাল বিক্রি করছিলাম। হঠাৎ করে আনোয়ার গ্রুপের লোকজন মোটরসাইকেলে এসে রেজ্জাককে ডেকে মারতে শুরু করে। আমি বের হয়ে মারামারি করতে নিষেধ করলে আমাকেও তারা ধাক্কা দিয়ে মারধোর করে। পরে রেজ্জাককে মেডিকেলে পাঠানো হয়।
আহত মো: রেজ্জাকের ভাই ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুল রাকিব বলেন, আমার ভাই ওএমএস এর চাল আনতে কলেজমোড়ে গিয়েছিল। সেখানে এই চালের নিয়ন্ত্রণ নিতে আসে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লাল দেওয়ানের নেতৃত্বে কয়েজন। এই সময় তারা মনে করে আমার ভাই চাল বিতরণের কাজে জড়িত আছে। তাই তারা আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে আমার ভাইকে মারধর করে এবং তার দাঁত ভেঙ্গে যায়। তারা মূলত চাল বিতরণের নিয়ন্ত্রণ নিতে আমার ভাইয়ের উপর হামলা করেছে।
ভোলাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লাল দেওয়ান বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু লোক আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ওএমএসের চাল বিক্রির নামে চাঁদাবাজি করছিল। তাই আমিসহ আমাদের ছেলেরা তা রুখতে গিয়েছিলাম। এতে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। কারও দাঁত ভেঙ্গেছে কিনা বলতে পারবো না।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, সকালে বিএনপির দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি এখন থানার বাইরে আছি। থানায় কেউ অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
এমএএ/আআ
মন্তব্য করুন: