[email protected] ঢাকা | শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক/

মনি উকিলের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৪, ২১:২১

প্রয়াত জননেতা অ্যাডভোকেট এ এফ এম সুলতানুল ইসলাম মনি উকিলের ১৪তম মৃত্যুবার্ষিকী অতিথিবৃন্দ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ রাজনীতিক জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক প্রয়াত জননেতা অ্যাডভোকেট এ এফ এম সুলতানুল ইসলাম মনি উকিলের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মনি উকিল স্মৃতি পরিষদ কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় ফকিরপাড়া গোরস্থানে প্রয়াত জননেতা এএএফ সুলতানুল ইসলাম মনি উকিলের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া এবং বিকাল ৪টায় নবাবগঞ্জ ক্লাবে (টাউন ক্লাব) স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় নবাবগঞ্জ ক্লাবে (টাউন (৩-এর পাতায় দেখুন) ক্লাব) মনি উকিল স্মৃতি পরিষদ আহবায়ক ও জেলা বিএনপি’র আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসুফ লাভলু,তারেক,আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা মন্টুসহ অন্যান্যরা।

দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মতিন ।

আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর