[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৬:৫৫

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের নাককাট্টি তলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, ধাইনগর ইউনিয়নের পীরগাছি এলাকার মো. রাসেল আলীর ছেলে শাকিল (৮) এবং আলমগীর হোসেনের মেয়ে মারিয়া খাতুন (৯)। তারা দুজনই নাককাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা বলেন, স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার সময় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় শাকিল ও মারিয়া। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে তদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে ওই দুই শিশু ডুবে যায়। পরে স্থানীয় লোকজন দুই শিশুর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছ লাশ দুটি হস্তান্তর করে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর