[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

নাচোলে ১৬ই ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ সামিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৩, ২৩:৩৩

নাচোলে ১৬ই ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আগামী ১৬ই ডিসেম্বর (মহান বিজয় দিবস) উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

অন্যনোর মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানায় অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সাস্থ্য ও পঃ পঃ ডাঃ কামাল উদ্দিন, বি আর ডিবি কর্মকর্তা হারুন অর রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান প্রমূখ।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রস্তাব করেন, আসন্ন ১৬ই ডিসেম্বর (মহান বিজয় দিবস) উদযাপন উপলক্ষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি উপকমিটি গঠনের আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর