[email protected] ঢাকা | শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১
thecitybank.com

বাঁচতে চাওয়ার আকুতি নাচোলের মেয়ে হাসনারার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৩, ০৪:৪১

ছবি: সংগৃহীত

নিজের জীবন রক্ষায় চিকিৎসা এবং অপারেশনে সহযোগিতার জন্য আকুতি জানিয়েছেন হার্ড, লিভার চন্ডিস, কিডনীর সমস্যাসহ আরও গোপনীয় ২ টি সমস্যার রোগি হাসনারা। 

প্রায় ৪বছর ধরে ওষুধ খেয়ে কোন সমাধান হয়নি। বর্তমান তার অবস্থা অতি সচনীয়। এখন অপারেশন করা ছাড়া বাঁচার কোন পথ নেই। তার জমানো কোন টাকা পয়সা, জমি, গরু, ছাগল কিছুই নেই। তার অপারেশন করতে প্রায় ৩লক্ষ টাকার দরকার।

তার দিনমজুর স্বামীর পক্ষে তা বহন করা অসম্ভব হয়ে পড়ায় হাসনারা তার জীবন রক্ষায় দেশের এবং সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তিনি সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক লিখিত আবেদনে তাকে সহযোগিতার বিনীত অনুরোধ জানিয়েছেন।

সে সবার কাছে বিনীত ভাবে অনুরোধ করেছে। যে যতটুকু পারেন তাকে বাঁচাতে সাহায্য করেন।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ বিকাশ নাম্বারঃ ০১৭৫২২৫৮৪৯৫, রোগীর ফোন নম্বরঃ ০১৩০৮৯৬৫০২৮ মোসাঃ হাসনারা বেগম (২৭), স্বামীঃ মেরাজ উদ্দিন, গ্রামঃ গণইর, ইউনিয়নঃ নাচোল, থানাঃ নাচোল, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর