[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জ সীমান্তে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত, লাশ নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ০৪:৫৭

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাবলু হক (৩৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৯ বিঘি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই সাজিবুল হক বলেন, তাঁর ভাই বাবলু একজন মানসিক ভারসাম্যহীন। গতকাল দুপুরে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। রাত ৯টার দিকে চাকপাড়া সীমান্তের ১৯ বিঘি মাঠে তাঁকে গুলি করে হত্যা করা হয়। খবর পেয়ে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে কাগজপত্র নিয়ে যেতে বলা হয়।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, সীমান্তে গুলিতে যুবক নিহত হলে তাঁর লাশ বিএসএফ নিয়ে গেছে। নিহতের পরিবারকে বিবিজির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে গুলিতে এক যুবক নিহত হওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ভারতে রয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর