[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
২২ সেপ্টেম্বার ২০২২, ২২:৫৪

ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পূজা উদ্্যাপন কমিটির প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশ, বিজিবি, সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। আরো পড়ুন: দেশবন্ধু এনজিও মালিকসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব অন্যদের মধ্যে বক্তব্য দেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমাস আলি সরকার, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ১৬ বিজিবির রহনপুর বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মাহফুজুর রহমান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গোমস্তাপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, মন্দির কমিটির নেতা শচীন বর্মনসহ অনেকে। মতবিনিময় সভায় দুর্গাপূজা পালনের প্রস্তুতি বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। সভায় জানানো হয়, এবার গোমস্তাপুর উপজেলার আটটি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার বিভিন্ন স্থানে ২৯টি পূজাম-পে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর