[email protected] ঢাকা | রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১
thecitybank.com

নীতি ও আদর্শ মেনে যে কেউ আমাদের সংগঠনে আসতে পারে


প্রকাশিত:
২৪ জুলাই ২০২২, ২২:৫৪

ছবি সংগৃহীত
এইচ এন জুবায়ের, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক। চাঁপাইনবাবগঞ্জ জেলায় যুব অধিকার পরিষদের কার্যক্রম এবং জেলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন চাঁপাই জার্নালের সাথে। সাক্ষাৎকারটি নিয়েছেন মো: আশিক আলী। চাঁপাই জার্নাল: আসসালামু আলাইকুম, কেমন আছেন? জুবায়ের: জ্বী আলহামদুলিল্লাহ ভালো আছি। চাঁপাই জার্নাল: চাঁপাইনবাবগঞ্জে যুব অধিকার পরিষদের পথচলা কত বছর? জুবায়ের: গত বছর ২০২১ সালে সম্বনয়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করেছে। তিন মাসের সম্বনয়ক কমিটির পর ছয় মাসের আহবায়ক কমিটি, যেটা গত ডিসেম্বর মাসে শেষ হয়েছে এবং এখন পূর্ণাঙ্গ কমিটি হয়েছে যার সভাপতি আল আমিন এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম । তাছাড়া ৮৫ সদস্য বিশিষ্ঠ কমিটি নিয়ে যুব অধিকার পরিষদের পথ চলা। চাঁপাই জার্নাল: আপনাদের ৮৫ সদস্যের সকলে কী চাঁপাইনবাবগঞ্জে স্থানীয়? জুবায়ের: সবাই চাঁপাইনবাবগঞ্জের স্থানীয়। পুরো চাঁপাইনবাবগঞ্জের মানুষই এখানে আছে। যেমন: গোমস্তাপুর, নাচোল, শিবগঞ্জ সহ সকল এলাকার সদস্য আছে। এর সাথে কিছু প্রবাসী ভাইয়েরা আছে। চাঁপাই জার্নাল: প্রবাসীদের রাখার কারণটা কী? যুব অধিকার পরিষদ যুবকদের নিয়ে কাজ করবে, আপনাদের তো প্রবাসী অধিকার পরিষদ আছে??? জুবায়ের: আসলে এখানে দুইটা বিষয় আছে, আমাদের সংগঠনটা আসলে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামেলীগ, বিএনপি, জাতীয় পাটি যাই বলি না কেন, তাদের পথ চলা তারা এদেশে অনেকদিন থেকেই রাজনীতি করছে, তাই তাদের আয় ও সোর্স আছে। কিন্তু বর্তমান সময়ে আমরা কখনো কল্পনায় করতে পারিনি আওয়ামেলীগ ও বিএনপির উপরে তৃতীয় কোন দল এতো জনপ্রিয়তা লাভ করতে পারে। এই অবস্থায় আমাদের দলে প্রবাসীদের রাখতে হয়েছে। আমরা যারা শ্রম দিচ্ছি তারা দেশে থেকে আর প্রবাসীরা বিদেশ থেকে আমাদের যথেষ্ঠ হেল্প করে। এছাড়া আমাদের জনবল প্রয়োজন সেই জনবলের ব্যাপারে আমাদের যথেষ্ঠ শ্রম দেই। তারা আমাদের সাথে অনলাইনে কাজ করছে। চাঁপাই জার্নাল: আপনাদের সদস্য যারা হচ্ছে যাছাই বাছাই প্রক্রিয়ার অংশটা কী? স্বাধীনতা বিরুধী শক্তির কেউ কী আপনাদের সাথে যুক্ত হতে পারবে? জুবায়ের: আসলে আমাদের এখানে সাংগঠনিক নীতিমালা অনুসারে সবাই আমাদের দলে আসতে পারবে। চাঁপাই জার্নাল: জামাত-বিএনপি থেকেও? জুবায়ের: অবশ্যই জামাত-বিএনপি থেকে আসতে পারে ।যদি সে চিহ্নিত অপরাধী না হয়। জামাত করা আসলে চিহ্নিত অপরাধের শামীল হয় না, বিএনপি করেও একজন মার্ডার কেসের আসামী থাকে, আওয়ামে লীগ করেও দেখা যাই যে ঘৃণ অপরাধের আসামী থাকতে পারে। আমাদের সংগঠনের নীতি আদর্শ মেনে যে কেউ আমাদের সংগঠনে আসতে পারে। আসলে রাজাকার যারা ছিলেন তারা কিন্তু এখন নাই। আমাদের সংগঠনে ৫০ বছরের উপরে কেউ নাই। আমাদের সংগঠনে সব্বোর্চ ৪০ বছরের ভাইয়েরা আছে। তারাতো আর যুদ্ধঅপরাধের সাথে যুক্ত ছিলেন না। চাঁপাই জার্নাল: বর্তমানে আপনারা কী কী কর্মসূচী হতে নিয়েছেন? জুবায়ের: আমাদের সংগঠনটা এখনো আমরা গোছাচ্ছি। বর্তমান পেক্ষাপটে যে দমন পীড়নের রাজনীতি সে সংস্কৃতি থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি। আমরা সংগঠিত এখনো হচ্ছি কিন্তু আমরা এই পরিবেশের মধ্যেও কিছু আন্দোলন কর্মসূচী হাতে নিয়েছি। কিছু মানববন্ধন কর্মসূচী হাতে নিয়েছি। দ্রব্য মূল্যের উদ্ধগতি নিয়ে কিছু কর্মসূচী পালন করেছি। চাঁপাই জার্নাল: চাঁপাইনবাবগঞ্জে সংগঠন চালাতে প্রসাশন থেকে কোন হস্তক্ষেপ বা কর্মসূচী বাস্তবায়নে প্রসাশন থেকে কেমন সহোযোগিতা পেয়েছেন? জুবায়ের: সত্যিকার অর্থে বেশি প্রোগ্রাম করিনি। সেনসেটিভ প্রোগ্রাম আমরা করিনি। তবে প্রশাসন আমাদের যথেষ্ঠ হেল্প করছে। হেল্প করছে বলতে আমরা তাদের কাছে হয়রানির স্বীকার হয়নি। চাঁপাই জার্নাল: আপনাদের গণ অধিকার পরিষদের আহবায়ক ঘোষণা দিয়েছে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দিবেন, চাঁপাইনাবাবগঞ্জ কী প্রস্তত প্রার্থী দেওয়ার জন্য। জুবায়ের: সত্যিকার অর্থে চাঁপাইনবাবগঞ্জে জেলাতে গণ অধিকার পরিষদের কোন কমিটি হয়নি। তাই আমরা প্রস্তুত নয়, তবে আপনি জেনে খুশি হবেন যে, গণ অধিকার পরিষদের কমিটি গঠনের জন্য আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা এই বছরের মধ্যে সফল হবো। চাঁপাই জার্নাল: অর্থ সংগ্রহ করেন কীভাবে? জুবায়ের: আমাদের প্রতিটি কর্মীর নিদিষ্ট পরিমাণে চাঁদা আছে, ১০০,২০০,৫০০। সবাই এটা দিতে পারে না, যে যা পারে দেই। কেন্দ্র থেকে আমরা কোন সহোযোগিতা পায় না। চাঁপাই জার্নাল: জেলা থেকে কী কেন্দ্রে টাকা পাঠাতে হয়? জুবায়ের: প্রতিটি জেলাতে কেন্দ্রের একটি নিদিষ্ঠ ধার্য আছে। সারা বাংলাদেশে আমাদের ৮৪টি ইউনিট আছে। চাঁপাই জার্নাল: সনাতন ধর্মের কেউ কী আছে আপনাদের কমিটিতে এবং কেমন সাড়া পাচ্ছেন তাদের থেকে। জুবায়ের: ৮৫ বিশিষ্ঠ কমিটিতে একজন সনাতন ধর্মের আছে। তিনি সহ-ধর্মীয় সম্পতিবিষয়ক সম্পাদক। তাছাড়া অনেকে আমাদের পছন্দ করেন, ভালোবাসেন। চাঁপাই জার্নাল: ধন্যবাদ আপনাকে। জুবায়ের: আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর