[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২
thecitybank.com

ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে তাতে জড়াবে c

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৫, ১৮:৪৭

ছবি: সংগ্রহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি আরবের যুবরাজ 
মোহাম্মদ বিন সালমান গত বুধবার ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ (এসএমডিএ) স্বাক্ষর করেছেন। চুক্তি স্বাক্ষরের সময় শাহবাজ শরিফকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল।
 
পাকিস্তান ও সৌদি আরব যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, তাতে ‘কৌশলগত পারস্পরিক সহযোগিতার’ উপাদান থাকায় ভারত যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে ইসলামাবাদকে বাঁচাতে রিয়াদ এগিয়ে আসবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গতকাল শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেলে তাতে সৌদি আরব জড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, হ্যাঁ, অবশ্যই, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
 
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের ‘ধারা ৫’ এর সঙ্গে সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির তুলনাও টেনেছেন। নেটোর ওই ধারাটি ‘সম্মিলিত প্রতিরক্ষা’ নামে পরিচিত, যেখানে বলা হয়েছে জোটের কোনো সদস্য আক্রান্ত হলে ওই আক্রমণকে জোটের অন্যদের ওপর আক্রমণ বলেও ধরা হবে।
 
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেনন, সৌদি আরবের সঙ্গে তাদের চুক্তিটি ‘প্রতিরক্ষামূলক’। ‘আক্রমণাত্মক’ নয়। যদি কোনো আগ্রাসন হয়, তা সৌদি আরব কিংবা পাকিস্তান, যার বিরুদ্ধেই হোক না কেন, আমরা যৌথভাবে তা মোকাবেলা করবো।
 
আর বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, কোনো আগ্রাসনের জন্য এই চুক্তিকে ব্যবহারের ইচ্ছা আমাদের নেই। কিন্তু এই দুই পক্ষের কেউ যদি হুমকির মুখে পড়ে, তাহলে স্পষ্টতই ব্যবস্থাগুলো কার্যকর হওয়া শুরু হবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর