প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৯:৩১
মিডল ইস্ট আই-এর আরব গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর ইরান চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ জুনের যুদ্ধবিরতির পর এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু হয়।
একজন আরব গোয়েন্দা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্র রাষ্ট্রগুলো এই বিষয়ে অবগত এবং হোয়াইট হাউজেও বিষয়টি জানানো হয়েছে। তবে ইরান কতটি ক্ষেপণাস্ত্র পেয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি। অন্য একজন কর্মকর্তা জানান, ইরান তেলের বিনিময়ে চীন থেকে এসব প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে।
চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের মে মাসের প্রতিবেদনে বলা হয়, ইরানের অপরিশোধিত তেলের ৯০ শতাংশের বেশি চীনে রপ্তানি হচ্ছে। এছাড়া ইরান মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে মালয়েশিয়ার মতো দেশকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করে বিভিন্ন উপায়ে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে।
এক কর্মকর্তা বলেন, "ইরানিরা বাণিজ্যে খুব সৃজনশীল পন্থা অবলম্বন করে।"
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, ট্রাম্প একের পর এক দেশে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।
নেতানিয়াহু বলেন, “আমরা যখন কথা বলছি, তিনি একাধিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজ করছেন।” এর আগে পাকিস্তানও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল।
ডেস্ক /ই.ই
মন্তব্য করুন: