চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। এদিন নতুন ভর্তিকৃত রোগীর তুলনায় সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ছিল অনেক বেশি।
শুক্রবার (০২ জানুয়ারি) হাসপাতালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আজ দিনের শুরুতে হাসপাতালে পূর্বের চিকিৎসাধীন রোগী ছিলেন ৭৫ জন। দিনভর নতুন করে আরও ৪৩ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
অন্যদিকে, হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে আজ একদিনেই মোট ৭৫ জন রোগী সুস্থতা লাভ করে ছাড়পত্র (Discharge) নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে মোট ৪৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শীতকালীন এই সময়ে বা অন্য যেকোনো কারণে ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে বিশুদ্ধ পানি পান করা এবং খাবার গ্রহণের ক্ষেত্রে বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ভর্তিকৃত রোগীদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: