[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ই জানুয়ারী ২০২৬, ২রা মাঘ ১৪৩২
thecitybank.com

জেলা হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর চাপ, চিকিৎসাধীন ৭৫ জন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ২৩:১৬

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীর সংখ্যা গত দিনের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
 
হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, পূর্ববর্তী দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৫৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ জন।
 
বর্তমানে চিকিৎসাধীন ৭৫ জন রোগীর মধ্যে সাধারণ অসুস্থতা ছাড়াও ঋতু পরিবর্তনজনিত বিভিন্ন সমস্যার রোগী বেশি লক্ষ্য করা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ করে নতুন রোগীর ভর্তির হার বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। তবে সাধ্যমতো রোগীদের মানসম্মত সেবা প্রদানের চেষ্টা চালানো হচ্ছে।
 
উল্লেখ্য, সুস্থ হয়ে বাড়ি ফেরা ২৫ জন রোগীকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে ছাড়পত্র প্রদান করা হয়েছে। জেলা হাসপাতালের এই নিয়মিত কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষের আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর