চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিরবচ্ছিন্নভাবে চলছে। বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) প্রাপ্ত তথ্যমতে, হাসপাতালে নতুন রোগী ভর্তির চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা কিছুটা বেশি হওয়ায় শয্যা সংকটের চাপ কিছুটা কমেছে।
হাসপাতালের সর্বশেষ তথ্য চিত্র:
আজকের দিনের শুরুতে হাসপাতালে ভর্তি ছিলেন ৫৭ জন ডায়রিয়া রোগী। সারাদিনে জেলায় নতুন করে আরও ৪৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে, সফলভাবে চিকিৎসা সম্পন্ন করে সুস্থ হয়ে আজ হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। দিনশেষে বর্তমানে হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৫৫ জন।
চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র শীত বা পচা-বাসি খাবারের অসতর্কতার কারণে এই সময়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দিচ্ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে আইভি ফ্লুইড (স্যালাইন) ও ওষুধের সরবরাহ থাকায় সেবা নিতে আসা রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানি পান করার এবং খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার বিশেষ অনুরোধ জানানো হয়েছে। যেকোনো প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: