চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৪ জন নতুন রোগী ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন রোগীদের ভর্তি সত্ত্বেও রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও আশাব্যঞ্জক। গত একদিনে মোট ৫৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, গতকাল পর্যন্ত হাসপাতালে মোট ৫৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে হাসপাতালে মোট ৫১ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ এই সময়ে পানিবাহিত রোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশুদ্ধ পানি পান করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মাধ্যমে ডায়রিয়া প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: