[email protected] ঢাকা | শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি

হাসপাতালে চিকিৎসাধীন একজন, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত নেই

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৫ ডিসেম্বার ২০২৫, ২১:৪৫

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জেলা হাসপাতালে বর্তমানে মাত্র একজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে একজন পুরুষ রোগী  ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া বা উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করার মতো কোনো ঘটনাও ঘটেনি। এছাড়া হাসপাতালের বহির্বিভাগেও আজ নতুন কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
 
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলা হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১০৪ জনে। এর বাইরে বহির্বিভাগে এ পর্যন্ত মোট ১৪৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন। স্বস্তির বিষয় হলো, এ বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
 
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শীতকালীন এই সময়েও ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহারের মাধ্যমে এই সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে তারা মনে করেন।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর