[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসীকে অর্থদণ্ড

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২২ ডিসেম্বার ২০২৫, ২০:০০

অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৪টি ঔষধের ফার্মেসীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জে এম নাহিদ নাহিয়ানের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

অভিযানে ঔষধ ও কসমেটিকস আইনে চারজন ফার্মেসি মালিককে সাড়ে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ বা বিক্রির মতো অনিয়ম কোনোভাবে বরদাশত করা হবে না।

আ.ই/আ.আ

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর