[email protected] ঢাকা | সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৪শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ৪৫৫

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৮ ডিসেম্বার ২০২৫, ১৮:০৯

প্রতীকি ছবি

শীতের মৌসুম এলেও থামছে না ডেঙ্গুতে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রোগটিতে প্রাণ হারিয়েছেন আরও দুজন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৫৫ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯৮ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ২৮৪ জন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি সরপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী রয়েছেন।

নতুন আক্রান্তেদের মধ্যে পুরুষ রোগী ৬৬ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৩ দশমিক ৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেলেন মোট ৯৬ হাজার ২৩২ জন।

এর আগে রোববারও (৭ ডিসেম্বর) ডেঙ্গুতে সারাদেশে দুজন মারা যায়। তার আগে শুক্র (৫ ডিসেম্বর) ও শনিবার (৬ ডিসেম্বর) ছিল ডেঙ্গুতে মৃত্যুহীন দুই দিন।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর