[email protected] ঢাকা | সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৪শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬ জন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৫, ২০:৫৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে। তবে এখনো আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরো ৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ২ জন এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭ জন রোগী। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৭ জন। এছাড়া এই হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৪৪৪ জন। জেলায় মোট রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭১ জন।

সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর