[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৪৭

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৫, ১৮:৩৩

ছবি: সংগ্রহীত
দেশে গত এক দিনে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৭ জন। 
 
সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
 
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে মারা গেছে ২৮৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৪ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৫ দশমিক ৯ শতাংশ নারী। 
 
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন রাজশাহী বিভাগের এবং বাকি তিনজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) রোগী ছিলেন। 
 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন রয়েছে।
 
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।    
 
২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছে মোট ৫৭৫ জন। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর