রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোমেনা খাতুন (৫০) নামে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পাবনা সদরে। তিনি শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে হাসপালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোমেনা খাতুন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। রোগী সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন। রোগী গেল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রামেক হাসপাতালে ভর্তি হন। রোগীর অবস্থা এতটাই সংকটজনক ছিল যে উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার ভোরে অ্যাডাল্ট আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৪ ঘণ্টা ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।
রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, রোমেনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করেন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: