[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে/

শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৫, ১২:২৬

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শিবগঞ্জে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ২৭ অক্টোবর ২০২৫ ইং শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে একটি বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প (ফ্রি মেডিকেল ক্যাম্প)।

যুবদল-এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করে শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগ, ডায়াবেটিস, অর্থোপিডিক্স, মেডিসিন, গাইনি রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ সারওয়ার জাহান সেন্টু, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার, যুগ্ম আহবায়ক মোঃ মোসলেম উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সংগঠনের সভাপতি প্রমুখ।

“গ্রামীণ জনগণ এখনো পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প মানুষের দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।”

ক্যাম্পে নারী ও প্রবীণ রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর