দেশে বেড়েই চলছে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের ভয়াবহতা। কেড়ে নিচ্ছে শিশু, তরুণ থেকে বৃদ্ধ সবার প্রাণ। চলতি বছরে প্রায়ই ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ভাঙছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
গত বছরের তুলনায় এ বছর সংক্রমণ বেড়েছে ৮১ শতাংশ এবং আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৪৩ শতাংশ। আগের বছরগুলোর তুলনায় এবারও বেশিরভাগ আক্রান্ত রোগীই ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জন মারা গেছেন, যা গত বছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি। এ সময় পর্যন্ত শনাক্ত হয়েছে ৪১ হাজার ৮৩১ জন, যা গত বছরের তুলনায় ৮১ শতাংশ বেশি।
গত বছরের একই সময়ে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১২৫ জন মারা গিয়েছিল এবং আক্রান্ত হয়েছিল ২৩ হাজার ১০৮ জন।
থেমে থেমে বৃষ্টি ও মশকনিধন কার্যক্রম না থাকায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি পরিবর্তন না হলে আরও কয়েক সপ্তাহ সংক্রমণ বাড়তে পারে বলে জানিয়েছেন
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন।
কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। কিন্তু টানা বৃষ্টির কারণে এবার প্রকোপ পিছিয়েছে এবং অক্টোবর মাসে প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে আশঙ্কা করেন। তিনি কমিউনিটি-ভিত্তিক মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের ওপর জোর দেন, যার মধ্যে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর ট্যাবলেট বিতরণ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি কেবল সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় মনে করেন তিনি।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: