বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দিনব্যাপী দুস্থ চক্ষু রোগীদের নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসেবা গ্রহন করেন। এছাড়া এই চক্ষু শিবির ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম ও ডা. মো: মিজানুর রহমান শাহিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির সম্পাদক মো: আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীতি সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধক্ষ্য মো: আব্দুল হান্নান, সদস্য এম কোরাইশী মিলু ও তরিকুল ইসলাম ফিটু।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো: ইউসুফ আলী ও মেডিকেল কোঅডিনেটর মানিকসহ প্রমুখ।
চিকিৎসা নিতে আসা রহনপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল বারেক বলেন, রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জে গিয়ে ডাক্তার দেখানো আমাদের জন্য খুব কষ্টকর। এখানে ফ্রি চিকিৎসা পাওয়াটা আমাদের জন্য অনেক বড় সহায়তা।
প্রতিষ্ঠানটির যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, প্রান্তিক জনগোষ্টির মাঝে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার জন্য আমরা আজকে এখানে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প পরিচালনা করছি। এই ধরনের সেবা কর্মসূচি ভবিষ্যতেও চালিয়ে যাব।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে এই চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আগামীতেও আমাদের এমন কর্মসূচী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: