[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৫, ২২:২৬

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সদস্যরা। ছবি: চাঁপাই জার্নাল

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের অডিটোরিয়াম কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট শাহনেওয়াজ খান পান্না নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় সহকারী নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মো: শফিক এনায়েতুল্লাহ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৮) সদস্যরা হলেন, চেয়ারম্যান: মো: নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান: মো: তসিকুল ইসলাম তসি, মো: সাদেকুল ইসলাম ও মো: ফারুক আলী। এছাড়া সাধারণ সম্পাদক: মো: আব্দুল হাকিম ও যুগ্ম সম্পাদক: মো: রবিউল ইসলাম রবি।

তাছাড়া কোষাধ্যক্ষ: মো: আব্দুল হান্নান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক: মো: আব্দুল খালিদ, নির্বাহী সদস্য: মো: এম কোরাইশ মিলু, মো: আব্দুল বারেক, মো: মতিউর রহমান বরজাহান, এ্যাড. মতিউর রহমান, মো: মোস্তাফিজুর রহমান, ইকবাল আহমেদ, মো: রুহুল আমিন, মো: বাদল আলী।

শপথ গ্রহন শেষে সমিতির চেয়াম্যান নজরুল ইসলাম বলেন, এই মেয়াদে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। আগামী দিনে সমিতির নিয়ম অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে এই সমিতি পরিচালিত হবে ইনশাআল্লাহ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর