[email protected] ঢাকা | বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, একদিনে হাসপাতালে ৪৩৪

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৮:০২

ছবি: সংগ্রহীত
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডিএসসিসিতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
 
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩৯, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৪৬ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১৮ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ জন করে মোট ৮ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর